Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ম্যাচ শেষ না করেই ঢাকায় হেলিকপ্টারে এলেন সাকিব

প্রবাস রিপোর্ট | স্পোর্টস ডেস্ক এপ্রিল ২, ২০২৩, ১২:১৫ পিএম ম্যাচ শেষ না করেই ঢাকায় হেলিকপ্টারে এলেন সাকিব

ভারত থেকে মোস্তাফিজুর রহমানের জন্য ভাড়া করা বিমান পাঠালেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলী। মোস্তাফিজ সেই ফ্লাইটের একমাত্র যাত্রী। আর সাকিব আল হাসান সাভারের বিকেএসপি থেকে ঢাকায় উড়ে এলেন হেলিকপ্টারে।

সেটিও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তার দল মোহামেডানের ম্যাচ শেষ হওয়ার আগে। শনিবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে নিজের প্রথম এবং সম্ভবত এ মৌসুমে একমাত্র ম্যাচে সাকিব তেমন কিছুই করতে পারেননি। ব্যাট হাতে নয় বলে পাঁচ রান।

বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য। তবু মোহামেডান টানা পাঁচ ম্যাচ হারার পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পায়। তারা ২২ রানে হারায় শেখ জামালকে।

সাকিব জয়টা দেখে যেতে পারেননি। যদিও ততক্ষণে মোহামেডানের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বিকেএসপিতে গোসল সেরে ম্যাচ শেষ হওয়ার আগেই ফেরার জন্য হেলিকপ্টারে ওঠেন তিনি।

জানা গেছে, বিকেএসপি থেকে ঢাকায় আসার হেলিকপ্টার ভাড়া ৫০ হাজার টাকা নিজের পকেট থেকে দিয়েছেন সাকিব। বিকালে ঢাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইফতারে সময়মতো যোগ দেওয়ার জন্য যানজট এড়াতে তার হেলিকপ্টার-যাত্রা।

 

Side banner