জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের। যে কারণে বুধবার দুপরে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার সকালে বাফুফে জানায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাপারে বাফুফের ভাষ্য- ‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশে আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সবার প্রবল আগ্রহের পরিপ্রেক্ষিতে এবং আজকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান রয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্ত কাম্য।’
সংবাদ সম্মেলন স্থগিত করা প্রসঙ্গে দেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সাংবাদিকেরা কিছু প্রশ্ন করে, তাতে কিছু প্রবলেম হয়ে যায়। কাজেই বাফুফের পক্ষ থেকে এখন আমরা কিছুই বলব না আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সইয়ের আগে। চুক্তি হয়ে গেলে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা দেবে। কাজেই আমি আজ আর কিছু বলব না। আমরা আমাদের কাজ করছি।’
বুধবার আর্জেন্টিনার এক সাংবাদিক টুইট করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো যোগাযোগই হয়নি।
এ ব্যাপারে কাজী সালাউদ্দিন বলেন, ‘কে, কোথায়, কী বলল, সেটা আমাদের দেখা বিষয় নয়। এটা ভিত্তিহীন। এখন এগুলো নিয়ে কে কার সঙ্গে ঝগড়া করতে যাবে। আমি আমার কাজ করছি।’
আপনার মতামত লিখুন :