Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৭

প্রবাস রিপোর্ট ডিসেম্বর ৪, ২০২২, ০৩:৫২ পিএম পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৭

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জন পর্যটক, বাকি দুই জন ক্রু।

স্থানীয় পুলিশ এবং সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। পর্যটকদের মধ্যে তিনজন ডাচ ও দুই চিলির নাগরিক। ক্রু দুই জনই পেরুর নাগরিক।

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি। দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা সাংবাদিকদের জানিয়েছেন, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে দুই হাজার বছরের পুরোনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির ওপর মানুষের তৈরি একধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

Side banner