Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা: নিহত বেড়ে ৭৫

প্রবাস রিপোর্ট ডিসেম্বর ৪, ২০২২, ০৩:৫০ পিএম ইকুয়েডরের কারাগারে দাঙ্গা: নিহত বেড়ে ৭৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে কয়েদিদের ব্যাপক সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কারারক্ষীরা এই ঘটনাকে সংঘবদ্ধ হামলা বলেই আশংকা করছেন।

ইকুয়েডর পুলিশের বরাতে এই সংঘর্ষের খবর জানিয়েছে ডয়চে ভেলেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।

মঙ্গলবার রাতে বন্দর নগরি গুয়াকিলের দক্ষিণপশ্চিমাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক টুইটে এই ঘটনায় ক্ষোভ জানান দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

এর পেছনে সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। এ বিষয়ে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

Side banner