যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য আর্থিক সহায়তা ও একমুখী বিমানের টিকিট প্রদানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নোটিশিয়ালস কর্তৃক প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানান, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তাদের ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প একটি স্বেচ্ছায় প্রত্যাবর্তনের কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের ভাতা দেব, কিছু অর্থ ও বিমানের টিকিট দেব। যারা ভালো, তাদের সঙ্গে আমরা কাজ করব, যাতে ভবিষ্যতে তাদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা যায়।”
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর তিনি বহু অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছেন, বিশেষ করে ভারত ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর অভিবাসীদের হাত-পা শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনা ঘটে। সম্প্রতি, বেশ কয়েকজন অভিবাসীকে এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠানো হয়।
তবে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প তার পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আগ্রহী অভিবাসীদের আর্থিক সহায়তা প্রদানের কথা বলছেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে কিছুটা নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন।
আপনার মতামত লিখুন :