ব্রাজিলে প্রাক্-প্রাথমিক স্কুলে ৪ শিশুকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা
ব্রাজিলের একটি প্রাক্–প্রাথমিক স্কুলে ঢুকে এক যুবক চার শিশুকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এরপর নিজেই পুলিশের কাছে গিয়ে ধরনা দেন।
আজ বুধবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে ব্লুমেনাউ শহরে এ ঘটনা ঘটে।
সান্তা ক্যাটারিনা রাজ্যের পুলিশ ও সরকারি কর্মকর্তারা বলেন, আজ বুধবার সকালে গুড শেফার্ড সেন্টার নামের বেসরকারি ওই প্রাক্–প্রাথমিক স্কুলে ঢুকে ২৫