Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের আবু রাহাত

প্রবাস রিপোর্ট ডিসেম্বর ৪, ২০২২, ০৪:৪৪ পিএম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের আবু রাহাত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। কুয়েতের আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত ১১তম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে অনূর্ধ্ব ১৫ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের জন্য এই গৌরব অর্জন করেন হাফেজ আবু রাহাত।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বায়তুল মোকাররমে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে কুমিল্লার হাফেজ তাওহিদুল ইসলাম ও সিরাজগঞ্জের হাফেজ আবু রাহাত দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

প্রতিযোগিতায় অংশ নিতে দুই ছাত্রকে নিয়ে ১১ অক্টোবর কুয়েতে পৌঁছেন শায়েখ নেছার আহমাদ আন নাছিরী। ১৩ অক্টোবর কুয়েতের ধর্মমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেছিলেন। 

কুয়েতের বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অন্য প্রতিযোগী তাওহিদুল ইসলাম অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে। বিজয়ীদের কাতারে তিনি এবার নাম লেখাতে পারেননি। তবে এর আগে তিনি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেছিলেন। অন্যদিকে কেরাত বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন আবু সালেহ মোহাম্মদ মুসা।

Side banner