Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

দোয়া কবুল হওয়ার সহজ পথ

প্রবাস রিপোর্ট | ইসলাম জানুয়ারি ১৯, ২০২৩, ০৫:৪৫ পিএম দোয়া কবুল হওয়ার সহজ পথ

আমরা সবাই চাই আমাদের সব দোয়া কবুল হোক। দোয়া কবুল হওয়ার খুব সহজ একটি পথ আছে। তা হলো মা–বাবার সঙ্গে সদ্ব্যবহার। মা–বাবার প্রতি উত্তম ব্যবহারকারীর দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে বুখারি শরিফের হাদিসে।
হজরত ইবনে উমর (রা.)–এর বরাতে একটি হাদিস বলা হয়েছে। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনজন লোক হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ওপর বৃষ্টি শুরু হলে তাঁরা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। এমন সময় পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে পড়ে তাঁদের গুহার মুখ বন্ধ করে দেয়। তখন একজন অন্যজনকে বললেন, তোমরা তোমাদের আমলের প্রতি লক্ষ করো। যে নেক আমল তোমরা আল্লাহর জন্য করেছ, তার অসিলায় আল্লাহর কাছে দোয়া করো। হয়তো তিনি এটি সরিয়ে দেবেন।
তখন তাঁদের একজন বললেন, ইয়া আল্লাহ! আমার বয়োবৃদ্ধ মাতাপিতা ছিলেন এবং ছোট ছোট শিশু ছিল। আমি তাঁদের (জীবিকার) জন্য মাঠে পশু চরাতাম। যখন সন্ধ্যায় ফিরতাম, তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগেই পিতামাতাকে পান করতে দিতাম। একদিন পশুগুলো দূরে বনের মধ্যে চলে যায়। ফলে আমার ফিরতে রাত হয়। ফিরে দেখলাম তাঁরা উভয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি যেমন দুধ দোহন করতাম, তেমনি দোহন করলাম। তারপর দুধ নিয়ে এসে দুজনের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। ঘুম থেকে তাঁদের দুজনকে জাগানো ভালো মনে করলাম না। আর তাঁদের আগে শিশুদের পান করানো পছন্দ হলো না। শিশুরা আমার দুই পায়ের কাছে কান্নাকাটি করছিল। তাদের ও আমার মধ্যে এ অবস্থা চলতে থাকে। অবশেষে ভোর হয়ে গেল। (ইয়া আল্লাহ) আপনি জানেন যে আমি কেবল আপনার সন্তুষ্টির জন্যই এ কাজ করেছি। তাই আপনি আমাদের জন্য একটু ফাঁক করে দিন, যাতে আমরা আকাশ দেখতে পাই।
তখন আল্লাহ তাঁদের জন্য একটু ফাঁক করে দিলেন, যাতে তাঁরা আকাশ দেখতে পেলেন।
দ্বিতীয় ব্যক্তি বললেন, ইয়া আল্লাহ! আমার একটি চাচাতো বোন ছিল। আমি তাকে এতখানি ভালোবাসতাম, যতখানি একজন পুরুষ কোনো নারীকে ভালোবাসতে পারে। আমি তাকে একান্তে পেতে চাইলাম। যতক্ষণ আমি তার কাছে এক শ দিনার এনে হাজির না করি, ততক্ষণ সে অসম্মতি জানাল। আমি চেষ্টা করে এক শ দিনার জোগাড় করলাম। সেগুলো নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। যখন আমি তার দুই পায়ের মধ্যে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় করো, আমার কুমারীত্ব নষ্ট করো না। তখন আমি উঠে গেলাম। ইয়া আল্লাহ! আপনি জানেন যে কেবল আপনার সন্তুষ্টির জন্যই আমি তা করেছি। তাই আমাদের জন্য এটি ফাঁক করে দিন। তখন তাঁদের জন্য আল্লাহ আরও কিছু ফাঁক করে দিলেন।
শেষের লোকটি বললেন, ইয়া আল্লাহ! আমি একজন মজদুরকে এক ফারক (পরিমাপ পাত্র) চালের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম। সে তার কাজ শেষ করে এসে বলল, আমার প্রাপ্য দিয়ে দিন। আমি তার প্রাপ্য তার সামনে উপস্থিত করলাম, কিন্তু সে তা ছেড়ে দিল ও প্রত্যাখ্যান করল। তারপর তার প্রাপ্যটা আমি ক্রমাগত কৃষিকাজে খাটাতে লাগলাম। তা দিয়ে অনেক গরু ও রাখাল জমা করলাম। এরপর সে একদিন আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার ওপর জুলুম কোরো না, আমার প্রাপ্য দিয়ে দাও। আমি বললাম, গরু ও রাখালের কাছে চলে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে উপহাস কোরো না। আমি বললাম, তোমার সঙ্গে আমি উপহাস করছি না। তুমি ওই গরুগুলো ও তার রাখাল নিয়ে যাও। তারপর সে ওগুলো নিয়ে চলে গেল। (ইয়া আল্লাহ) আপনি জানেন, এটা আমি আপনার সন্তুষ্টি লাভের জন্যই করেছি, তাই আপনি অবশিষ্ট অংশ উন্মুক্ত করে দিন। তারপর আল্লাহ তাঁদের জন্য তা উন্মুক্ত করে দিলেন।

Side banner