Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ‘সবার পাঠশালা’র বই-গাছ বিতরণ

প্রবাস রিপোর্ট ডিসেম্বর ৪, ২০২২, ০৫:০০ পিএম শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ‘সবার পাঠশালা’র বই-গাছ বিতরণ

জেলার ডোমার ও ডিমলা উপজেলার ১২ টি বিভিন্ন স্থানে শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে ১,৫০০ টি শিশুতোষ বই ও ১,৫০০ টি গাছ বিতরণ করে শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন 'সবার পাঠশালা'।

বৃহস্পতিবার(২১ জুলাই) দুপুরে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা গাছ ও বই বিতরন করে।

‘সবার পাঠশালা’র সেচ্ছাসেবক প্রতিষ্ঠাতা সমন্বয়ক গোপাল রায় বলেন, ‘সবার পাঠশালা' ২০১৭ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের বন্ধু বই আর প্রকৃতির বন্ধু গাছ নিয়ে কাজ করে আসছে। আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় ১০ জন করে টিম তৈরী করে স্থাপন করছি লাইব্রেরী। কোনো শিশুর জন্ম হলে, কারো বিয়ে হলে, কারো জন্মদিন উপলক্ষে, কেউ ভালোকিছু করলে তাদের প্রতি শুভেচ্ছা সরূপ আমরা বৃক্ষ রোপণ ও বিতরণ করি এবং বই উপহার দেই। আশা করা যায় শিক্ষা, সেবা, মানবতা, সামাজিকতাকে ধারণ করে এগিয়ে চলার যে আমাদের প্রয়াস তা অব্যাহত থাকবে।’

Side banner