Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

খেলায় হার নিয়ে হাসাহাসি, ৭ জনকে গুলি করে হত্যা

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:৫৯ পিএম খেলায় হার নিয়ে হাসাহাসি, ৭ জনকে গুলি করে হত্যা

খেলায় হারের পর তা নিয়ে হাসাহাসি করায় ক্ষিপ্ত হয়ে সাতজনকে গুলি করে হত্যা করেছে দুই বন্দুকধারী।

ব্রাজিলের সিনোপ শহরে এ নৃশংস ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরায় ধরা পড়া হাড়হিম করা এ বন্দুক হামলার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। খবর নিউইয়র্ক পোস্টের।
এতে দেখা গেছে, ব্রাজিলের একটি পুল হলের দুজন বন্দুকধারী গুলি চালাচ্ছে। এতে সাতজন প্রাণ হারান। এমনকি এদের মধ্যে ১২ বছর বয়সি এক মেয়েশিশুও রয়েছে।

তারা নাকি পুল গেমের সময় দুজনকে দেখে হাসাহাসি করছিলেন। আর সেটি দেখেই মেজাজ চড়ে যায় দুই বন্দুকধারীর। তাদের মধ্যে একজন আবার পরাজিত খেলোয়াড়।
এর পরই তারা গুলি চালাতে শুরু করে। আসলে ওদের মধ্যে একজন পুল গেমে হেরে গিয়েছিলেন। তাদের দেখে হাসাহাসি হচ্ছিল। এতেই মেজাজ ধরে রাখতে পারেননি দুই বন্দুকধারী।


গুলি চালিয়েই গা ঢাকা দেয় দুই দুষ্কৃতকারী। এডগার রিকার্ডো ডি অলিভিয়েরা ও এজিকুইয়াস সৌজা রিবেরিও নামে ওই দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
 

Side banner