Probas Report
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪০ এএম ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলাটিকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

 

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দপ্তরের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া।

 

হামলায় ৩৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে, এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত মাস থেকে তাদের বিরুদ্ধে বৃহত্তর পরিসরে অভিযান শুরু করেছে। দেশটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত হুথিদের এই আক্রমণ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Side banner