আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানির হামলায় ২ ভারতীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে উল্লেখ করে হতাহতদের পরিবারের বরাতে সংবাদ করেছে এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ওই তিন শ্রমিকের বাড়ি তেলঙ্গনায়। তাঁরা দুবাইতে কাজে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, হামলাটি একজন পাকিস্তানি নাগরিক ঘটিয়েছে।
হামলায় নিহতদের একজন তেলঙ্গনার নির্মল জেলার সাউন গ্রামের বাসিন্দা ৩৫ বছরের অষ্টাপু প্রেমসাগর। তাঁর কাকা এ. পোশেত্তি বলেন, প্রেমসাগর গত ৫-৬ বছর ধরে দুবাইয়ের একটি বেকারিতে কাজ করছিলেন। সর্বশেষ ২ বছর আগে ভারতে এসেছিলেন। কাজ করার সময় তাঁকে তলোয়ার দিয়ে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রেমসাগর তাঁর স্ত্রী এবং দুই ছোট সন্তানকে নিয়ে থাকতেন। পরিবারটি সরকারের কাছে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার এবং আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছে।
এই হামলায় মৃত দ্বিতীয় ব্যক্তি হলেন নিজামবাদ জেলার শ্রীনিবাস। আহত তৃতীয় ব্যক্তির নাম সাগর, তিনি হাসপাতালে ভর্তি। এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভারতে আনার আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :