মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বর্ষবরণ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল উৎসবে উদযাপিত হলো প্রাণের এই উৎসব। মনে হয় এ যেন প্রবাসীদের মিলন মেলা।
আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার এক নতুন মাত্রা পেয়েছে।
বর্ষবরণ উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে, বিকেলে সাজসজ্জা, আলপনাসহ দেশীয় রঙ বে-রঙের বর্ণিল পোশাকে বৈশাখী উদযাপনে দেশটিতে অবস্থিত প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে ভিড় জমান। বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
হাজার মাইলের ভৌগলিক দূরত্বে অবস্থিত বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি ও ভিন্ন সংস্কৃতির দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। জীবিকা ও পেশাগত দায়িত্ব পালনে রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন। তবে দেশের ন্যায় ভিনদেশের মাটিতেও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপিত হলো নানা অনুসঙ্গে।
হাইকমিশনের আয়োজনে ভিনদেশীয় অতিথিদের অংশগ্রহণে, প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে আসায় ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে পরিণত হয় এক খন্ড বাংলাদেশ। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বালিশ খেলাসহ বিভিন্ন রকমের খেলাধুলা অনুষ্ঠিত হয়। একই সাথে বাঙালিয়ান খাবার পরিবেশনের পাশাপাশি ফুচকা- চটপটির টক-ঝাল-মিষ্টিতে মন কেড়ে নেয় ভিনদেশীয় অতিথিদের।
বাংলাদেশ দূতাবাসের চমৎকার আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যেও ছিল আনন্দের কলরব। এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা।
আপনার মতামত লিখুন :