Probas Report
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

টোকিওতে ট্রেনে ছুরি হামলায় তিনজন আহত, হামলাকারী নারী আটক

প্রবাস রিপোর্ট | মুকিতুর রহমান জানুয়ারি ৪, ২০২৪, ০৪:৫৮ পিএম টোকিওতে ট্রেনে ছুরি হামলায় তিনজন আহত, হামলাকারী নারী আটক
হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে এক নারীর ছুরি হামলায় তিনজন পুরুষ আহত হয়েছেন। ঘটনার পর পরই হামলাকারী নারীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে টোকিওর আকিহাবারা স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। জরুরি একটি কলে পুলিশ জানতে পারে, ইয়ামানোতে লুপ লাইনে এক নারী ছুরি নিয়ে হামলা চালিয়েছে।

 

এটি টোকিওর অন্যতম ব্যস্ত পরিবহন রুট বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।

 

জাপানের কিয়োদো বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আহত তিনজনের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রথমে জানিয়েছিল, ওই ঘটনায় চারজন ছুরিকাহত হয়েছেন।

 

পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ‘ট্রেনে ঝামেলা হওয়ায়’ ইয়ামানোতে লুপ লাইন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল।

 

আকিহাবারা টোকিওর একটি ব্যস্ত পর্যটন এলাকা। এখানে ইলেকট্রনিক্স পণ্যের অনেক খুচরা দোকান আছে। পাশাপাশি প্রচুর ভিডিও গেমস, কমিকসের বইয়ের দোকানও আছে।

Side banner