Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইতালিতে নাগরিকত্ব মাত্র ৫ বছরে?

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩৭ এএম ইতালিতে নাগরিকত্ব মাত্র ৫ বছরে?

ইতালিতে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করার একটি প্রস্তাব দেশটির পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল। তবে প্রস্তাবটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে, এই বিষয়ে জনমত তৈরির জন্য একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয় এবং বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

 

আদালত এই জটিল বিষয়ের নিষ্পত্তির জন্য গণভোটের আয়োজন করার নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে, ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী ৭ ও ৮ জুন তারিখে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

 

নাগরিকত্বের আবেদনের সময়সীমা কমানোর পক্ষে আনুষ্ঠানিক প্রচার রাজধানী রোম থেকে শুরু হয়েছে। এরই মধ্যে, ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিসহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল অভিবাসীদের অধিকারের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

 

পিও ইউরোপার সংসদ সদস্য রিকার্ডো এই গণভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি যারা ভোট দিতে সক্ষম তাদের ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং যাদের ভোটাধিকার নেই তাদের অন্যদের উৎসাহিত করার অনুরোধ করেন। তিনি বিশ্বাস করেন, ‘হ্যাঁ’ জয়ী হলে একটি ভুল আইন সংশোধন করা সম্ভব হবে।

 

ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য বাকালী কুইদাদ বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতালিতে বসবাসরত, কর্মরত এবং অধ্যয়নরত বাংলাদেশি পরিবারগুলো দীর্ঘদিন ধরে এখানে আছেন। তিনি আশা প্রকাশ করেন যে তারা সবাই ভোট দিতে যাবেন এবং ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর থেকে কমে ৫ বছর হবে।

 

ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী, যেকোনো বিদেশি নাগরিক বৈধভাবে ১০ বছর বসবাসের পরই দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেন। তবে, অভিবাসী এবং তাদের অধিকারের পক্ষে থাকা দলগুলোর দীর্ঘদিনের দাবি ছিল এই সময়সীমা কমিয়ে পাঁচ বছর করা। এই গণভোট সেই দাবির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Side banner