Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বাখমুতে যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল: ইউক্রেনের কমান্ডার

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মার্চ ২৫, ২০২৩, ০৩:১০ পিএম বাখমুতে যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল: ইউক্রেনের কমান্ডার

ইউক্রেনের বাখমুত শহরে গত গ্রীষ্ম থেকে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা এমন হিসাব দিয়েছেন।
ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভালেরি জালুঝনিয়ে বলেন, তাঁদের সেনারা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। যদিও মস্কো জয়ের জন্য আশাবাদী।

সেনাবাহিনীর বিশ্লেষণ বলছে, কৌশলগতভাবে বাখমুত খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বাখমুতের গুরুত্ব এখন অনেকটাই প্রতীকী হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনিয়ে বলেছেন, সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টার কারণে বাখমুতের পরিস্থিতি এখন স্থিতিশীল।
যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল সার টনি রাডাকিনের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার পর লেফটেন্যান্ট জেনারেল জালুঝনিয়ে ফেসবুকে এই পোস্ট দেন।

গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেকসান্দর সিরস্কি বলেন, বাখমুতের কাছে রুশ সেনারা অবসন্ন হয়ে পড়েছেন। সিরস্কি বলেন, লোকবল ও যুদ্ধের সরঞ্জামের অভাব থাকলেও রুশ সেনারা বাখমুতের আশা ছাড়েননি। তিনি বলেন, ‘কিয়েভ, খারকিভ, বালাক্লিয়া ও কুপিয়ানস্কের মতো শিগগিরই আমরা বাখমুত থেকে সুবিধা পাব।’

এ সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত সফর করেন। ফুটেজে দেখা গেছে পুরোনো একটি গুদামে দাঁড়িয়ে তিনি সেনাদের মেডেল দিচ্ছেন।

যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করতেন। এখন তাঁদের মধ্যে মাত্র কয়েক হাজার বাসিন্দা রয়েছে।


 

Side banner