সবচেয়ে বয়স্ক কুকুরের জন্মদিন
কুকুরটির নাম ববি। গায়ে বাদামি ও সাদা রঙের মিশেল। দেখতে আর দশটি কুকুরের মতোই। সেটি এখন রীতিমতো তারকা খ্যাতি পেয়েছে। কারণটা বয়স। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাব বলছে, এর আগে কোনো কুকুর ববির মতো দীর্ঘজীবন পায়নি। গতকাল শনিবার ববির ৩১তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।
ববির জন্ম হয়েছিল ১৯৯২ সালে, পর্তুগালে। তারিখটা ১১