Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
জামিনে মুক্তি পেয়ে বললেন

‘এখন থেকে ভালো ভিডিও তৈরি করব’, ক্রিম আপা

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ২৬, ২০২৫, ১১:৩৮ এএম ‘এখন থেকে ভালো ভিডিও তৈরি করব’,  ক্রিম আপা

১৪ দিন কারাবাসের পর জামিন পেয়ে ঘরে ফিরেছেন ‘ক্রিম আপা’ খ্যাত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানান তিনি। সেই সঙ্গে জানালেন, এখন থেকে ভালো ভালো ভিডিও তৈরি করবেন তিনি।

 

ঘরে ফিরেই ভিডিও বার্তায় এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আপনাদের অনেকেই আমার জন্য দোয়া করেছেন।

 

এ জন্য আপনাদের মাঝে ফিরে এসেছি। আজ কোনো ভিডিও তৈরি করতে চাইনি আমি। তবে আমার বড় ভাইয়ের ইচ্ছায় এ ভিডিও তৈরি করেছি। শুরু থেকেই আমার পাশে ছিলেন তিনি।

 

আমার জামিনের জন্য দিনরাত চেষ্টা করেছেন। এ জন্য আজ জামিন পেয়েছি আমি।’

 

এরপরই শারমিন শিলা বিশেষ বার্তা দিয়ে বলেন, ‘জামিন পাওয়ার পর আপনাদের মাঝে ফিরে এসেছি। এখন থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব আমি।

 

যে ভিডিওর জন্য দীর্ঘ ১৪ দিন আপনাদের মাঝে ছিলাম না, ইনশাআল্লাহ্ সে ধরনের (সন্তানদের নির্যাতনের ভিডিও) ভিডিও আর কখনো তৈরি করব না। সুন্দর সুন্দর কাজ করব। আপনারা সবাই আমার ভাই-বোন ও পরিবারের জন্য দোয়া করবেন।’

 

সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনা ও চর্চায় জায়গা করে নেয়া কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এর আগে গত ১০ এপ্রিল সাভার থেকে গ্রেপ্তার হন ‘ক্রিম আপা’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা।

 

অর্থ উপার্জনের জন্য সন্তানদের ওপর ‘নির্যাতন চালিয়ে’ ভিডিও তৈরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় ১৪ দিন কারাভোগের পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জামিনে মুক্তি পান শারমিন শিলা।

Side banner