Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

নতুন করে কার প্রেমে পড়লেন কঙ্গনা?

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ১১, ২০২৩, ০২:০১ পিএম নতুন করে কার প্রেমে পড়লেন কঙ্গনা?

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী।

উনিশ থেকে বিশ হলেই ধেয়ে আসে কঙ্গনার ঝাঁঝালো টুইট। বলিউডের সঙ্গে যেন তার অলিখিত শত্রুতা। তার প্রেমপর্ব নিয়েও কম চর্চা হয়নি। অধ্যয়ন সুমনের সঙ্গে প্রেম, বিচ্ছেদ। তার পর হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের সম্পর্কের খবরে এক সময়ে সরগরম ছিল মায়ানগরী। 

দু’পক্ষের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে। অবস্থা এমন পর্যায়ে যে, আদালতের দ্বারস্থ হন তারা। যদিও কঙ্গনার পর্ব মিটিয়ে এখন সাবার সঙ্গে ভালো আছেন হৃতিক। এখন অভিনেত্রীর নতুন পোস্টে মিলল প্রেমের ইঙ্গিত।

সপ্তাহের শুরুতেই নিজের লাজুক ছবি দিয়ে লেখেন, ‘ইশক উয়োহ আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লগতি নেহি। অউর বুজনে সে বুজতি নেহি।’ বোঝাই যাচ্ছে, মির্জ়া গালিবের কবিতা পোস্ট করেছেন অভিনেত্রী।

কেউ জিজ্ঞেস করেছেন, ‘প্রেমে পড়েছেন নাকি?’ কেউ আবার খোঁচা দিয়ে লিখেছেন, ‘আপনি মনে হয় হৃতিককে ভুলতে পারছেন না?’ কেউ কেউ তো আগ বাড়িয়ে অভিনেত্রীর কমেন্টবক্সে হৃতিক-সাবার ছবিও পোস্ট করেছেন।

 

Side banner