Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সনু নিগমের বাসা থেকে ৯০ লাখ টাকা চুরি, মিলেছে চোরের পরিচয়

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মার্চ ২৩, ২০২৩, ০২:০৯ পিএম সনু নিগমের বাসা থেকে ৯০ লাখ টাকা চুরি, মিলেছে চোরের পরিচয়
সনু নিগমইনস্টাগ্রাম

একেই বোধ হয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা। সম্প্রতি সনু নিগমের বাসায় বড়সড় চুরি হয়েছে। আর চোর এই জনপ্রিয় গায়কের পরিচিত ব্যক্তিদের মধ্যেই একজন। চোর এখন পুলিশি হেফাজতে আছেন বলে জানা গেছে।

দুই দফায় চুরি হয়েছে বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীর ওশিয়ারার বাসায়। পশ্চিম আন্ধেরির ওশিয়ারার উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকেন সনুর বাবা অগম কুমার নিগম। সনুর বাবার বয়স ৭৬ বছর। আন্ধেরির এই ফ্ল্যাট থেকে ২ দফায় ৭২ লাখ রুপি চুরি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯০ লাখ টাকার বেশি। সনুর বোন নিকিতা ওশিয়ারা পুলিশ স্টেশনে চুরির অভিযোগ করেছেন। ১৯ ও ২০ মার্চ এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিকিতা এই বড়সড় চুরির অভিযোগ করেছেন তাঁদের সাবেক চালকের বিরুদ্ধে।

সনুর বোন অভিযোগ করে বলেছেন যে আট মাস ধরে রেহান নামের এক যুবক তাঁর বাবার গাড়ি চালাতেন। কিন্তু রেহানের কাজে মোটেও সন্তুষ্ট ছিলেন না অগম নিগম। তাই তিনি রেহানকে গাড়িচালকের কাজ থেকে বরখাস্ত করেছিলেন। ওশিয়ারা পুলিশ রেহানের বিরুদ্ধে ৩৮০, ৪৫৪, আর ৪৫৭ ধারা অনুযায়ী মামলা করেছে।

জানা গেছে, গত রোববার অগম মেয়ে নিকিতার বাসায় দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। আর সন্ধ্যায় তিনি নিজের বাসায় ফিরে এসেছিলেন। অগম ওশিয়ারার ফ্ল্যাটে ফিরে দেখেন যে তাঁর মেয়ের আলমারির ডিজিটাল লকার থেকে ৪০ লাখ রুপি গায়েব। 

পরদিন ছেলে সনুর বাসায় গিয়েছিলেন অগম। সনুর বাসা থেকে ফিরে তিনি দেখেন যে তাঁর লকার থেকে ৩২ লাখ রুপি চুরি হয়ে গেছে এবং লকারে ভাঙাভাঙির চিহ্ন স্পষ্ট। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে যে সাবেক চালক রেহান দুই দিনই ব্যাগ হাতে করে অগমের ফ্ল্যাট থেকে বের হয়েছেন।

সিসিটিভিতে এই দৃশ্য দেখার পর রীতিমতো হতবাক হয়ে যান অগম নিগম। রেহান তাঁর বাসার নকল চাবি বানিয়ে ৭২ লাখ রুপি আত্মসাৎ করেছেন বলে তিনি জানিয়েছেন।
ওশিয়ারা পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন যে গতকাল বুধবার সাতসকালে সনুর বোন নিকিতা থানায় এসেছিলেন। আর তিনি রেহানের বিরুদ্ধে ৭২ লাখ রুপি চুরির অভিযোগ করেছেন।

এর পরপরই পুলিশ রেহানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে একাধিক সূত্রে। আর ওশিয়ারা পুলিশ এই চুরির মামলার তদন্ত করছে।

Side banner