Probas Report
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ২৬, ২০২৫, ০৪:২৩ পিএম নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

 

শনিবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুক পেজে কেন্দ্র পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

আসিফ মাহমুদ লিখেছেন, আজ চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবম, এগারো এবং ১২তম গ্রেডে নিয়োগ পরীক্ষা। ১৬৬৫টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩ হাজার জন।

 

পরিচালনা করছে এমআইএসটি।

 

আরো লিখেছেন, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। গত কয়েক মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রায় ৪ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আরো নিয়োগ বিজ্ঞপ্তি যাবার প্রক্রিয়াধীন।

Side banner