Probas Report
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুর ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রবাস রিপোর্ট | স্টাফ রিপোর্টার এপ্রিল ২, ২০২৫, ১১:১৪ পিএম লক্ষ্মীপুর ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) জেলা শহরের রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে’র হলরুমে সভাটি হয়। 


ঈদুল ফিতরের ৩য় দিন লক্ষ্মীপুর জেলা শহরের হাসপাতাল  রোডের রুপ টপ রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০২৫ইং অনুষ্ঠিত হয়।


ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মইন উদ্দিন কামরু চৌধুরির সভাপতিত্বে এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য আব্দুর রব শামীম, ফারুক হোসেন, তায়েফ চৌধুরী, হাকিম সুমন, কাদের হেলাল, রাজু হাসান, আক্তার আলম, আমিনুল রাজু প্রমূখ।


এসময় সদস্যরা তাদের বক্তব্যে ক্লাবের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ সমন্ধে জানতে চান এবং তাদের পরামর্শ প্রদান করেন। হুমায়ুন কবির জুয়েল সদস্যেদের জিজ্ঞাসার প্রেক্ষিতে বলেন, খেলাধুলা, বিনোদন  ও উন্নয়নমূখি প্রকল্প আমরা গ্রহণ  করেছি। পরে তিনি সেসব ব্যাখা করেন। 


সভাপতির বক্তব্যে জনাব কামরু চৌধুরী বলেন, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, চিটাগং ক্লাবের আদলে লক্ষ্মীপুর ক্লাবের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন লক্ষ্মীপুর শহরের আশেপাশে জায়গা কিনে মাল্টি কমপ্লেক্স, প্লেয়িং একাডেমি, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড সহ বিনোদনের বিভিন্ন ইভেন্ট তৈরি করা হবে। লক্ষ্মীপুর ক্লাবের ফাউন্ডার সদস্য, ডোনার সদস্য, লাইফ সদস্য, পারমানেন্ট সদস্য ও জেনারেল সদস্যসহ পাঁচ ধরেন সদস্য রয়েছে।


পরে ক্লাবের খেলাধুলা সহ অন্যান্য উন্নয়ন মূলক কার্যক্রম তরান্বিত করতে উপস্থিত সভ্যদের অনুমোদন ক্রমে পাঁচটি ভিন্ন উপকমিটি গঠন করা হয়।


এ মুহুর্তে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীদের দপ্তরের দায়িত্বে থাকা তায়েফ চৌধুরী, আব্দুল হাকীম বা পরিচিত সদস্যের সাথে যোগাযোগ করার অনুরোধ করে উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভাপতি উক্ত সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন।

Side banner