লক্ষীপুর জেলার ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৪ নং ওয়ার্ড নেয়ামত উল্যা বেপারী বাড়ীতে রহস্যজনক ভাবে অটোরিক্স চুরি হয়েছে।
গত ৩০শে জুন ভোর রাত আনুমানিক ৩ টায় সবুজ হোসেনের অটোরিক্সা রহস্যজনকভাবে বাড়ির সামনে থেকে চার্জে থাকা অবস্থায় চুরি হয়ে যায়। তিনি অটো রিক্সাটি প্রতিদিনের মতোই চার্জে দিয়ে তার বসত ঘরে ঘুমাতে যান। ভোর আনুমান ০৬ টার দিকে পাশের ঘরের একজন দেখতে পান তার চার্জে থাকা অটো রিক্সাটি নেই। পরবর্তীতে সবুজ হোসেনকে ডেকে বিষয়টি জানালে তারা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন তার চার্জে দেওয়া অটো রিক্সা টি সেখানে আর নেই। চার্জে দেওয়ার কারেন্টের তার এবং অটো রিক্সা ঢাকার কাগজ টি নিছে পড়ে আছে।
পরবর্তীতে তিনি এদিক সেদিক খোঁজখবর নেন কিন্তু কোনো ভাবে খুঁজে পাননি তার অটো রিক্সা। তাই তিনি পরবর্তীতে নিকটবর্তী থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্রে উল্লেখ ছিল পূর্ব শত্রুটার জের ধরে তাকে হুমকি দেওয়া হয়েছিলো তার অটো রিক্সা গায়েব করে দিবে। তারই প্রেক্ষিতে গত ৩০ শে জুন ভোর রাত আনুমানিক ৩ টা থেকে ৩:১০ মিনিটের মধ্যবর্তী সময়ে রহস্যজনকভাবে অটোরিক্সা চুরি হয়ে যায়।
পরবর্তীতে দুটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুযায়ী সাধারণভাবে সনাক্ত করা গিয়েছে তিনজন চোর অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের মুখমণ্ডল বাঁধা।
ভুক্তভোগী জানান; আমি যেখানে অটো চার্জ দিই, তার সামনে আরো দুটি অটো চার্জ দেওয়া হয়। তাদের গুলো চুরি না হয়ে ভিতর থেকে আমার অটো চুরি হয়েছে। কয়েকদিন আগে আমাকে হুমকি দেয়া হয়েছে আমার অটো গায়েব করে দেওয়া হবে। অটো চুরি হওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কেউই ধরা দিতে চাচ্ছেন না। বিষয়টি আমি পুলিশকেও জানিয়েছি।
ভুক্তভোগীর কন্যা জানান; আমাদের পরিবারের উপার্জনের মাধ্যম এই একটি। আমার কোন বড় ভাই নেই। আমার বাবাই আমাদের পরিবার চালান।আমাদের প্রতি সপ্তাহে কিস্তি রয়েছে। কিন্তু এখন আমরা কিভাবে কি করব? আমার ভাই-বোনরা পড়াশোনা করে।আমাদের পুরো পরিবার পথে বসে যাবে। সবার কাছে সহযোগিতা চাচ্ছি আমাদের যেন অটোর রিক্সাটি খুঁজে বের করে দেওয়া হয়।
তদন্তকারি কর্মকর্তা এস আই এমদাদুল জানান; অটো চুরির একদিন পরে তারা থানার অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা দেখছি, তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের অবস্থান ও খুব ভালো নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের সাথেও কথা বলছি। আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি অটো রিক্সাটি কোথায় আছে।
আপনার মতামত লিখুন :