রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ‘কাচ্চি ভাই’য়ের ম্যানেজার ও ‘চা চুমুকে’র দুই মালিকসহ চার জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত দুই দিনের রিমান্ড দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন–চা চুমুক রেস্তোরাঁর দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান, কাচ্চি ভাই রেস্তোরাঁর ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামির পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
আগুনের ঘটনায় শুক্রবারই তিনজনকে গ্রেপ্তার করা হয় শনিবার গ্রেপ্তার করা হয় দেশের শীর্ষস্থানীয় আবাসন ব্যবসায়ী আমিন মোহাম্মদ গ্রুপের এক ব্যবস্থাপক মুন্সী হামিমুল হক বিপুলকে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরও ১১ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আজ জন শিশু। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা মডেল থানায় মামলাটি করে পুলিশ।
আপনার মতামত লিখুন :