জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) লক্ষ্মীপুর এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী, শনিবার সকালে জেলার রুফটপ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে সেভ দ্য চিলড্রেন এর বাংলাদেশ এর সহযোগিতায় জেলা এ কর্মপরিকল্পনা সভার আয়োজন করে এনসিটিএফ লক্ষ্মীপুর জেলা কমিটি।
এনসিটিএফ সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান ইভার সঞ্চালনায় সভাপতি আয়মান সুবাহ বাবর রংধনু সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইয়ুথ মেন্টর শাহান শাহরিয়া শ্রাবণ।
সভাপতি আয়মান সুবাহ বাবর রংধনু বলেন, এনসিটিএফ জেলা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে সকল রকম কার্যক্রম ও মনিটরিং করে এবং তা নীতিনির্ধারকদের কাছে তুলে করেন।
২০২৪ সালে এনসিটিএফ জেলায় শিশু অধিকার বাস্তবায়নে যে সকল কাজ করবে তা নির্ধারণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রম সম্প্রসারণ, পথ শিশুদের শিক্ষা প্রদান কর্মসূচী, বাল্যবিবাহ প্রতিরোধে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধা বঞ্চিত শিশুদের ঈদে ও শীতে বস্ত্র বিতরণ, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকদের সাথে মত বিনিময় সভা প্রভৃতি। কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা ও স্কুল কমিটির ৪০ জন শিশু সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :