Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক এপ্রিল ১১, ২০২৩, ০২:০৫ পিএম চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫তলা একটি ভবনের সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

Side banner