Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

রবীন্দ্র সদনে পদক্ষেপ পত্রিকার সাংস্কৃতিক সন্ধ্যা

প্রবাস রিপোর্ট | ভারতীয় সংবাদদাতা জানুয়ারি ১৭, ২০২৪, ০৯:১৪ পিএম রবীন্দ্র সদনে পদক্ষেপ পত্রিকার সাংস্কৃতিক সন্ধ্যা

 

ছাত্র যুব আন্দোলনের মধ্যে থেকে আজ থেকে চৌদ্দ বছর আগে জন্ম নিয়েছিল "We are The Common People" এবং এই ছাত্র যুব আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে তাদের মধ্যে দিয়েই জন্ম নিয়েছিল সাহিত্যপত্রিকা পদক্ষেপ। একটা সময় যে পত্রিকার হয়ে কলম ধরেছিলেন  মহাশ্বেতা দেবী, সুনীল গাঙ্গুলী, কৃষ্ণা বসু,সমরেশ মজুমদার এর মত সাহিত্যিক রা।তার পরবর্তী সময় নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মাঝে মাঝে অনিয়মিত ভাবে প্রকাশিত হয়েছে পদক্ষেপ। বর্তমানে আবার তার যাত্রাপথ শুরু হয়েছে ডিজিটাল মাধ্যমে, আশীষ বসাকের হাত ধরে। নতুন এই পথ চলার উদযাপনের একযুগ বাদে নিজেদের সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করলো পদক্ষেপ পরিবার। স্বাগত জানালেন পত্রিকার যুগ্ম সম্পাদক আশীষ বসাক ও শুভজিৎ দত্তগুপ্ত।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতি রাখী রায় ব্যানার্জী। মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ডক্টর সুরেশ কুমার আগরওয়াল। অনুষ্ঠানে সমাজ ও সাহিত্যক্ষেত্র নিজেদের অবদানের জন্য সম্মানিত করা হয় সুরমান আলী মন্ডল, সুহীরা ব্যানার্জী, তনুজা চৌধুরী, ডক্টর শানলি রায়, শর্মিলা মাজি, পরিমলমালাকার, অনুরাধা দে, লোপামুদ্রা সরকার, ডক্টর দীপশ্রী এবং দেবতনু বৈদ্য কে।
 

Side banner