Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সুয়েজ খালে রেকর্ড, এক দিন ১০৭ জাহাজ

প্রবাস রিপোর্ট | অনলাইন ডেস্ক মার্চ ১৬, ২০২৩, ০৩:৪৪ পিএম সুয়েজ খালে রেকর্ড, এক দিন ১০৭ জাহাজ

সুয়েজ খাল খননের পর এই পথ দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক জাহাজ চলার রেকর্ড হয়েছে। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার এক দিনে এই খাল দিয়ে ১০৭টি জাহাজ পাড়ি দিয়েছে। এসব জাহাজে ৬৩ লাখ টন পণ্য পরিবহন করে।

বিবিসির খবরে বলা হয়, এই জাহাজগুলোর মধ্যে গ্রিস থেকে মালয়েশিয়া যাতায়াতকারী বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজগুলোর একটি ‘এভার গিফটেড’ও ছিল। এতে ২ লাখ ২৩ হাজার টন পণ্য ছিল। এ ছাড়া আরেকটি বড় জাহাজ ছিল কসকো শিপিং ইউনিভার্সের। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে গ্রিসে যাওয়ার পথে খালটি পাড়ি দেয়। এতে ২ লাখ ৩২ হাজার টন পণ্য ছিল।

এর আগে গত বছরের ৭ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ৯৪টি জাহাজ সুয়েজ খাল পাড়ি দেয়। সেই জাহাজগুলো ৫০ লাখ টন পণ্য পরিবহন করে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসাবা রাবি জানান, উত্তর দিক থেকে ৫৬টি জাহাজ ৩৪ লাখ টন পণ্য নিয়ে এবং দক্ষিণ দিক থেকে আসা ৫১টি জাহাজ ২৯ লাখ টন পণ্য নিয়ে খালটি অতিক্রম করেছে।

ইজিপ্ট ইনডিপেনডেন্টের অনলাইনের খবরে বলা হয়, সোমবার সুয়েজ খাল অতিক্রম করা জাহাজের মধ্যে রয়েছে ২৫টি কনটেইনার জাহাজ, ২৮টি বাল্ক ক্যারিয়ারস, ৩৩টি ট্যাংকারস, ৬টি কার ক্যারিয়ার। এ ছাড়া সাধারণ মালবাহী জাহাজসহ নানা ধরনের পণ্য পরিবহনবাহী ১৫টি জাহাজ ছিল।

Side banner