রাশিয়ায় অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার দক্ষিণ আফ্রিকার
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে দক্ষিণ আফ্রিকা—যুক্তরাষ্ট্রের তোলা এ অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিউবেন ব্রিগিটি এ অভিযোগ তোলেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন ঘাঁটি থেকে একটি রুশ জাহাজ অস্ত্র সংগ্রহ করে দেশে ফিরেছিল। ওই রুশ জাহাজটির