ফের প্রথম রাউন্ডেই বিদায় মেদভেদেভের
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে পাঁচ সেটের লড়াই করেও হারতে হল তাকে। সেটের ফল যথাক্রমে ৩-৬, ৫-৭, ৭(৫)-৬, ৬-০, ৪-৬।
এমনকি ম্যাচ শেষে মাথা নিচু করে কাঁদতেও